নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ (২২ ডিসেম্বর) বুধবার সকাল আনুমানিক ৭ টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ব্রাহ্মনহাট এলাকায় এই ঘটনাটি ঘটে।স্থানীয়ের সহায়তায় দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন মাধবপুর থানার ওসমান গণির পুত্র মো. সাইফুল (২৪), আলিচর থানার মুরাদ নগর এলাকার ছিদ্দিকুর রহমানের পুত্র মো. শরীফ (২৫), বাচা মিয়ার পুত্র নাদিম মিয়া (২০), মো. আবুল কাশেমের স্ত্রী তাছলিমা বেগম (৪০)।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম থেকে কাপ্তাই অভিমুখী মদিনার ফুল (চট্টগ্রাম-ব ০৫-০০৬২) নামের একটি বাস রাউজানের বাগোয়ান ইউনিয়নের ব্রাহ্মণহাটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে প্রচন্ড ধাক্কা খায়। এই ঘটনায় বাসটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্থ হয়। ধাক্কার আঘাতে চালকসহ ১৫ জন যাত্রী আহত হয়।
ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে চালকসহ চারজনের অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লাগায় কয়েকজন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন আহতাবস্থায় তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। বাসটি পুলিশের হেফাজতে আছে।
খবরটি শেয়ার করুন....