ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুতের শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ৩০ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া প্রাইমারি স্কুল সংলগ্ন (মোকামিয়া বাজারের মনিহারি/মুদি ব্যবসায়ী) মোঃ আঃ করিমের বসত বাড়িতে।
এ অগ্নিকাণ্ডে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় গ্রামবাসী এবং ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ২ টি বসতঘর,১ টি গোয়াল ঘর, ১টি মোটরসাইকেল সহ গোলার ধান ও চাল পুড়ে ভম্মীভূত হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, ফুলপুর থানার মানবিক ওসি মোঃ আব্দুল্লাহ্ আল মামুন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ(মানবিক ওসি) মোঃ আব্দুল্লাহ্ আল মামুন তপু রায়হান রাব্বি কে জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ৩০-৩১ লাখ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডের।
খবরটি শেয়ার করুন....