ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। নিহত আলিফ(৫) নং রামভদ্রপুর ইউনিয়নের ঘোয়াডাঙ্গা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। জানা যায়, ১৮ জানুয়ারী রোজ মঙ্গলবার বিকালে আসন্ন ৩১ শে জানুয়ারি ইউপি নির্বাচনে ব্যাটারি চালিত অটো দিয়ে মাইকিং প্রচারণার চলছিলো।
তখন বাড়ির পাশের রাস্তা থেকে আলিফ দৌড়ে গিয়ে ওই অটো থেকে পোস্টার আনার সময় পিছন দিকে বেপরোয়াভাবে অন্য একটি ব্যাটারি চালিত অটো তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শিশু আলিফের মা নাছিমা আক্তার প্রায় ১ বছর আগে এজমা(হাফানি) জনিত কারণে নিজ বাড়িতে চিকিৎসাদিন অবস্থায় মৃত্যু বরণ করেন। ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান বলেন, ঘাতক চালকে আটক করা হয়েছে। সে বর্তমানে থানা হেফাজতে আছে। তার বাড়ি একই ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামে। এ বিষয়ে মামলার প্রক্রিয়াধীন চলছে।
খবরটি শেয়ার করুন....