সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় হারান আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল (১৮ জানুয়ারী) মঙ্গলবার ওই গৃহবধূ সাটুরিয়া থানায় মামলা করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী গৃহবধূ বলেন, গত (২৬ শে ডিসেম্বর) আমাদের এখানে ইউপি নির্বাচনে দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ হলে থানা পুলিশ বাদী হয়ে মামলা করে।
ওই মামলায় এলাকা পুরুষ শূন্য হয়ে পড়ে। ওই সুযোগে গত (২ জানুয়ারী) রাতে ইনাম আলীসহ চারজন মিলে আমাকে ধর্ষণ করার চেষ্টা করে।
এ ঘটনায় চার অভিযুক্ত মো. ইনাম আলী, দুলাল হোসেন ওরফে ধলাই, হারান আলী ও লিটন মিয়াকে আসামি করে মামলা করা হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
খবরটি শেয়ার করুন....