বিনোদন রিপোর্ট: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ২২০ তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৫ ভোট। অপরদিকে সাধারন সম্পাদক পদে নিপুণ পেলেন ২৭০ ও জায়েদ খান পেলেন ৯৫ ভোট। মোট ভোট সংগ্রহ হয়েছে ৩৬৫ টি।
আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বহুল আলোচিত । এবার নির্বাচনের দুইটি প্যানেল নির্বাচন করেছেন। একটি ইলিয়াস কাঞ্চন নিপুণ ও অন্যটি মিশা-জায়েদ প্যানেল।
বিচ্ছিন্ন কিছু অভিযোগ এলেও বেশ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। দিনভর শিল্পীদের মেলা বসেছিল এফডিসিতে। এদিন সকাল ৯টায় শুরু হয় ভোট গ্রহণ৷ চলে ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশনার নিশ্চিত করেছেন, এবার ৪২৮ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোট দিয়েছেন।
খবরটি শেয়ার করুন....