ইমদাদুল হক, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারস্থ আশুলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যমকর্মী, পুলিশ সহ সকল স্তরের মানুষ বিনম্র শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। ২১ ফেব্রুয়ারি সোমবার প্রথম প্রহরে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।
এ সময় আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো: শাখাওয়াত হোসেনসহ পুলিশ সদস্যরা ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহব্বায়ক ফারুক হাসান তুহিনের নেতৃত্বে দলের নেতাকর্মীরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন করেন। তারপর জাতীয় শ্রমিকলীগ ঢাকা জেলা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়া ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, আশুলিয়া থানা যুব অধিকার পরিষদ, আশুলিয়া উন্নয়ন ফোরাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, আশুলিয়া থানা সড়ক নির্মাণ শ্রমমিক ইউনিয়ন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি সহ আশুলিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয়ের নেতৃত্বে গণমাধ্যমকর্মীরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
খবরটি শেয়ার করুন....