তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে মহান একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে (২১শে ফেব্রুয়ারি) রোজ সোমবার (দিবাগত) রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ফুলপুর পৌরসভা, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলপুর প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএমপি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের স্বরণে বিনম্র শ্রদ্ধায় পু্ষ্পস্তবক অর্পণ করার পর ভাষা শহীদদের প্রতি দোয়া দরেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, মেয়র শশধর সেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সকাল থেকেই উপজেলা পরিষদ হল রুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
খবরটি শেয়ার করুন....