ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরের রুপসী ইউনিয়নের রুপসী কাঁচাবাজার এলাকায় ১লা এপ্রিল রোজ শুক্রবার মধ্যরাত ১২-৪৫ মিনিটে হঠাৎ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮টি দোকান সহ লখ লখ টাকার মালামাল। নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষুদে ব্যবসায়ীরা। এ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভীসের একটি ইউনিট ও থানার পুলিশ উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় অক্লান্ত পরিশ্রমে প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এ অগ্নিকাণ্ডে ইদ্রীস আলী ও শাহিনের চায়ের দোকান, রায়হানের মনোহারি, আল- আমিনের ইলেকট্রনিক, ইয়াসান ডাক্তারের ঔষধের ফার্মেসি, হরমুজ আলী ও আজহারুল ইসলামের কাঁচামনোহরি এই ৮টি দোকানের মালামাল সহ পুড়ে যায় আরোও গুরুত্বপূর্ণ কাগজপত্র। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা জানান বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে আমরা এ ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে সংসার চালাচ্ছি। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। কি করব বুঝতে পারছি না।
ফুলপুর ফায়ার সার্ভিসের টিম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ-আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, ইদ্রিস আলী(৬০) এর চায়ের দোকান থেকে শর্ট সার্কিট বা চুলা থেকে প্রথম আগুনের সুত্রপাত হয়ে দ্রুতই আগুন ছড়িয়ে গিয়ে ৮ টি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুঃ ১০ লাখ টাকার মত।
তিনি আরো বলে, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল ও ইউপি চেয়ারম্যান শাহ্ সুলতান চৌধুরী বাজার কমিটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত ৮ টি দোকানের মালিককে ২ হাজার করে ১৬ হাজার টাকা প্রদান করে । ঘটনাটি দুর্ঘটনা হিসেবেই দেখা যাচ্ছে। নাশকতা বা অন্য কোনো সন্দেহ নাই ।
খবরটি শেয়ার করুন....