অমিত বিশ্বাস বাপি, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ কর্তৃক বাংলা সংসদের তত্ত্বাবধানে গত ২৭-৩১ মার্চ, ২০২২ তারিখে আয়োজিত হয়েছে “বাংলা বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২। এই আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে বিভাগের পাঁচ ব্যাচের মোট ৬ টি দল অংশগ্রহণ করেছে। গত ৩১ তারিখ ৪৬ ব্যাচ ও ৪৯ ব্যাচের মধ্যকার ফাইনাল খেলায় বিভাগের সর্বকনিষ্ঠ ৪৯ ব্যাচ জয়লাভ করে।
“ম্যান অফ দ্যা ফাইনাল” হয়েছেন ৪৯ ব্যাচের শিক্ষার্থী এনাম হায়দার সাহিল এবং “ম্যান অফ দ্যা টুর্নামেন্ট” হয়েছেন একই ব্যাচের সাদিকুল ইসলাম।
আজ (৪ এপ্রিল) ২০২২ উক্ত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানা, বাংলা সংসদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম তালুকদার, অধ্যাপক ড. মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, অধ্যাপক ড. খোরশেদ আলম, সহকারী অধ্যাপক বশিউরুজ্জামান খোকন, সহকারী অধ্যাপক তৃপ্তি সরকার, বিভাগের ক্রীড়া বিষয়ক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রভাষক মো. শামীম হোসেন, প্রভাষক নিঝুম শাহ্ এবং সকল ব্যাচের শিক্ষার্থীরা। বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, “ক্রীড়া মানুষের শরীর ও মনকে সুস্থ, সবল এবং কর্মস্পৃহ রাখতে সহায়তা করে।
বিভাগের এই ধরণের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করে এবং সজীব রাখে। ভবিষ্যতে বাংলা বিভাগ এই ধরণের ধারাবাহিতা অব্যাহত রাখবে এবং আসন্ন বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ভালো ফলাফল বয়ে আনবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।