রগুনা প্রতিনিধি: রগুনায় গরম শুরু হওয়ার পর থেকে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এক দিনে জেলার বিভিন্ন স্থানে ৭৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। রোগীর চাপ বেড়ে যাওয়ায় বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকেরা হিমশিম খাচ্ছেন।
শয্যাসংকটের কারণে রোগীদের ওয়ার্ডের মেঝে ও বারান্দায় রেখে সেবা দেওয়া হচ্ছে। হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ার কারণ সম্পর্কে চিকিৎসকেরা বলছেন, খাল, নদী ও পুকুরের পানি ব্যবহার করায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। গ্রামের মানুষ স্বাস্থ্যসচেতন নয়। অপরিচ্ছন্ন পরিবেশে থাকার কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ।
বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত ১৭৪ জন ডায়রিয়া রোগী বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিদিন এ হাসপাতালে ২০-২৫ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে এক লাখ খাওয়ার স্যালাইন ও পাঁচ হাজার কলেরা স্যালাইন মজুত আছে।
খবরটি শেয়ার করুন....