মোঃ আনোয়ার হোসেন, তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় পৃথক সড়ক দূর্ঘটনা চালকসহ ২জন নিহত হয়েছে। জানা গেছে, আজ রোববার সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার গোপালপুর খামার বাজার নামকস্থানে শেরপুরগ্রামী বিআরডিসি ডাবল কেবিন বাস (ঢাকা মেট্রো-ব-১১-৬০৩০) ও ময়মনসিংহগ্রামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৫৭৫৪)সংঘর্ষে মাইক্রোবাস চালক ডিএমপির সবুজবাগ থানার রাজারবাগ ভাটপাড়া এলাকার মোবারক আলীর পুত্র লিটন মিয়া (৩০)ঘটনাস্থলে মারা যায়।
অপরদিকে দুপুর ১ টায় ফুলপুরগ্রামী একটি মিনিবাস উপজেলার বাগুন্দা মোড় নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এ সময় মিনিবাসের নিচে চাপায় পড়ে এক যুবক (৩০) মারা যায়। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, নিহত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় নিহতদ্বয়ের মরদেহ থানা হেফাজতে আছে।
খবরটি শেয়ার করুন....