ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছুরিকাঘাতে মহসিন সরকার (৩২) নামে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। সোমবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মহসিন সরকার খলাপাড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে। তিনি একাধিক কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন। পৌর এলাকার রাধানগরে রাজীব কটেজে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল।
নিহত মহসীনের সঙ্গে থাকা মো. শফিউল আলম জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে তারা রাধানগর থেকে খলাপাড়া বাড়িতে যাচ্ছিলেন। এসময় পাঁচ থেকে ছয় জন এসে মহসীনের ওপর অতর্কিত হামলা চালায় ও ছুরিকাঘাত করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজন জানান, কিছুদিন আগে মহসীনের বাবাকে অপদস্থ করেন একই এলাকার আউয়াল মিয়ার ছেলে আরিফ। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়। এরই জের ধরে তাকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তারা আরিফকে দায়ী করেন।জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটির তদন্ত চলছে।
খবরটি শেয়ার করুন....