মোঃ রিপন মিয়া, রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজউকের নির্মানাধীন পূর্বাচল নতুন শহরের সু-উচ্চ ভবন আইকনিক টাওয়ারের প্রহরি আব্দুল কাইয়ুমকে কুপিয়ে রক্তাক্ত জখম করে দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা৷ শুধুতাই নয়, হত্যার উদ্দেশ্যে কুপিয়ে, পা ভেঙে ফেলে মৃতভেবে অচেতন দেহ ফেলে যায় হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে গত ৫ মে বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বাচল হেলিপ্যাড চত্ত্বর এলাকায়।
এ ঘটনায় ৬ মে শুক্রবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে দুই চিহ্নিত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রূপগঞ্জ থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্র ও হামলার শিকার হওয়া আব্দুল কাইয়ুমের ভাই হাবিবুর রহমান জানান, তার ভাই আব্দুল কাইয়ূম পূর্বাচলের ১১৫ তলা নির্মানাধীন ভবন এলাকায় নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী হিসেবে নিয়োজিত।
এর আগে ৩০ এপ্রিল রাতে গোবিন্দ্রপুর এলাকার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে রানা মিয়া ও মুহাসিনসহ অজ্ঞাত লোকজন ওই আইকনিক টাওয়ারের ফটক টপকিয়ে কিছু মালামাল চুরির চেষ্টা করলে আব্দুল কাইয়ূম বাঁধা দেয়। ওই ঘটনার জেরে ৫ এপ্রিল সন্ধ্যায় তার ভাই আব্দুল কাইয়ুম আইকনিক টাওয়ারে কাজ শেষে বাড়ি ফেরার পথে হেলিপ্যাড চত্ত্বর নামীর এলাকায় অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীদের মধ্যে আব্দুর রহিমের ছেলে রানা ও মুহাসিনসহ অজ্ঞাত আরো ৫ জন হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপাতে থাকে। পরে মাটিতে লুটিয়ে পড়লে রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। এ সময় হামলাকারীরা আব্দুল কাইয়ূমকে মৃত ভেবে ফেলে যায়৷ পরে স্থানীয় লোকজন রাস্তায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দিলে তারা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সো চিকিৎসার জন্য নিলে চিকিৎসক অবস্থার অবনতি দেখে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান। আহত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এ ঘটনায় আহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে জানতে চাইলে মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কাজল চন্দ্র মজুমদার বলেন, এ ধরনের ঘটনায় আহতের পরিবারের দায়ের করা মামলা তদন্তাধীন রয়েছে। হামলায় অভিযুক্ত রানা ও মুহাসিন নামের ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
খবরটি শেয়ার করুন....