ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরের সিংহেশ্বর ইউনিয়ন প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ(৭০) হরিরামপুর বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১০ মে) সকাল ৭টার দিকে বাড়ির পাশে হরিরামপুর বাজারে চা খেতে গেলে ময়মনসিংহ টু শেরপুর মহাসড়কের হরিরামপুর নামক স্থানে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুহুর্তেই ঘটনা ছড়িয়ে পড়লে পরিবার ও উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বস্তরে নেমে আসে শোকের ছায়া।
এ ব্যাপারে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ-আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক গাড়িচালক ও গাড়ি আটক করার চেষ্টা চলছে । তবে এ বিষয়ে এখনো থানায় কোন ডাইরি হয়নি।
খবরটি শেয়ার করুন....