সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোরগাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের আরমান শরীফ হত্যার সাত বছর পেরিয়ে গেলেও বিচার পাইনি ভুক্তভোগীর পরিবার। গতকাল বিকালে আরমান শরীফ হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগীর পরিবারের পহ্মথেকে সংবাদ সম্মেলনে মিডিয়া গণমাধ্যম করমীদের জানান নিহত আরমান শরীফের পিতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ মঞ্জুরুল হক গত ১১ই নভেম্বর ২০১৫ ইং সালে মোগরাপাড়া চৌরাস্তায় আপিয়া পাম্পে দেশি অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে হাজী সোহাগ রনী ও তার সন্ত্রাস বাহিনী।
দিনদুপুরে দেশি অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছেন আরমান শরীফের বাবা। আরমান শরীফের বাবা আরও জানান যে আরমান শরীফের হত্যার মূলহোতা ভূমিদস্যু রককাতা হাজী সোহাগ রনীকে বারবার আসামি করার পরেও প্রশাসনের অবহেলায় ছাড় পেয়ে যাচ্ছে বলে জানিয়েছে।
এই ব্যাপারে যদি ভুক্তভোগীর পরিবার কোনো পদহ্মেপ নিলে প্রাণনাশেরর হুমকি এবং বাড়িঘর জ্বালিয়ে দিবে বলেন আরমান শরীফ হত্যার মুলহোতা মোরগাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী সোহাগ রনী।
বিগত সাত বছর ধরে বিভিন্ন প্রশাসনের ধারে ধরে বিচারের দাবিতে ঘুরে কোনো বিচার পাননী ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগীর পরিবার এই নিষ্টুর ভাবে কুপিয়ে আরমান শরীফ হত্যার মুলহোতা হাজী সোহাগ রনী বিচার দাবিতে আইনের আওতায় আনার জন্য বিশেষ আহবান জানান ভুক্তভোগীর পরিবার।
খবরটি শেয়ার করুন....