মোঃ রিপন মিয়া, রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: তিতাসের অবৈধ সংযোগ লিক হয়ে বিস্ফোরণের পর আগুন লেগে পুড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বালিয়াপাড়ার বাসিন্দা আছিয়া বেগমের ভাড়াটিয়া বাসিন্দা রবি মিয়া’র পুরো দেহ। গত ১০ দিন ধরে পাইপ লিকের অভিযোগ করলেও বাড়ির মালিক তা পাত্তা দেয়নি। উল্টো ভাড়াটিয়াকে মাস শেষ না হলে বাড়ি ছাড়তে নিষেধ করেন। আর তাতেই গত ৮ মে রবিবার রাত ১১ টার দিকে ঘটে ভয়াবহ দূর্ঘটনা।
পরে আহত রবিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হয়। কিন্তু রবির অবস্থা আশঙ্কাজনক হলে রবির স্ত্রী মুক্তা বেগম বাড়ির মালিক আছিয়া বেগমের কাছে ক্ষতিপূূরণ চাইতে এলে গত ১২ মে রাত ৯ দিকে হামলার শিকার হন তিনি। এ বিষয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় অভিযোগপত্র সূত্রে অগ্নিদ্বগ্ধ আহত রবি মিয়ার স্ত্রী মুক্তা বেগম জানান, তাদের স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার খিচা গ্রামে।
জীবিকার তাগিদে বালিয়াপাড়ায় আছিয়া বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। দীর্ঘ সময় ধরে অবৈধ সংযোগ নিয়ে তার আরো ভাড়াটিয়াদের মাঝে সরবরাহ করে আসছে। একইভাবে তাদের ভাড়া ঘরের ভেতর দিয়ে গ্যাস পাইপ নেয়৷ ওই পাইপে লিক হলে তা বাড়ির মালিককে জানানো হয়। কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। এতে বিরক্ত হয়ে তারা ভাড়া বাসা ছেড়ে দিতে চায় ৷
কিন্তু বাড়ির মালিক আছিয়া বেগম মাস শেষ পর্যন্ত থাকতে বাধ্য করে৷ এতে গত ৮ মে মশার কয়েল জ্বালাতে গেলে ওই গ্যাসপাইপের লিক থেকে বিস্ফোরণ ঘটে। এতে তার স্বামী রবি মিয়া আগুনে পুড়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, এ ধরনের অভিযোগ পেয়ে তা তদন্ত করছি। ঘটনায় জড়িত প্রমাণ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
খবরটি শেয়ার করুন....